
Days
Day 1
ঢাকা থেকে হাতিয়া হয়ে নিঝুম দ্বীপ
বিকেলর লঞ্চে হাতিয়া যাত্রা সদরঘাট থেকে। সকাল-৭ টায় হাতিয়ার তমিরউদ্দিন ঘাটে নেমে সকালের নাস্তা খাবো। নাস্তা শেষে নৌকা/ মোটর সাইকেল / সিএনজি দিয়ে চলে যাবো মোক্তারিয়া বাজার, সেখান থেকে ট্রলার করে চলে আসবো নিঝুম দ্বীপ। হোটেলে চেক-ইন, ফ্রেশ রেস্ট নিবো, তারপর ঘুরতে যাবো ছোয়াখালী ফরেস্ট ও পালকির চর সমুদ্র সৈকত, ফিরে এসে দুপুরের খাবার খাবো, বিকালে খেজুর বাগান সমুদ্র সৈকতে সূর্যাস্ত, নিঝুম দ্বীপ সমুদ্র সৈকতে রাতে আড্ডা, ঘুম।
Transport
Must visit attractions
Days
Day 1
ঢাকা থেকে হাতিয়া হয়ে নিঝুম দ্বীপ
বিকেলর লঞ্চে হাতিয়া যাত্রা সদরঘাট থেকে। সকাল-৭ টায় হাতিয়ার তমিরউদ্দিন ঘাটে নেমে সকালের নাস্তা খাবো। নাস্তা শেষে নৌকা/ মোটর সাইকেল / সিএনজি দিয়ে চলে যাবো মোক্তারিয়া বাজার, সেখান থেকে ট্রলার করে চলে আসবো নিঝুম দ্বীপ। হোটেলে চেক-ইন, ফ্রেশ রেস্ট নিবো, তারপর ঘুরতে যাবো ছোয়াখালী ফরেস্ট ও পালকির চর সমুদ্র সৈকত, ফিরে এসে দুপুরের খাবার খাবো, বিকালে খেজুর বাগান সমুদ্র সৈকতে সূর্যাস্ত, নিঝুম দ্বীপ সমুদ্র সৈকতে রাতে আড্ডা, ঘুম।